1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নাগেশ্বরীতে প্রস্তুতিমূলক আলোচনা  কবিতা কিওর-এর জলজ সমৃদ্ধি প্রকল্পের নিরাপদ সুপেয় পানি পান করছেন শতাধিক লোক বৃটেনে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন শ্রীমঙ্গলে স্কুল থেকে ফেরার পথে ছড়ার পানিতে ডুবে তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃ,ত্যু জামালপুরে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন লেমুয়া ইউনিয়ন যুবলীগ নেতা শংকর শীলের বিরুদ্ধে অভিযোগ অসহায় পরিবারের পাশে জিসান ফাউন্ডেশন নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম পেলেন টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশ পদক

বৃটেনে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

আবদাল মিয়া, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

আবদাল মিয়া, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

বৃটেনের লন্ডনে আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে।

সোমবার (১৯ মে) স্থানীয় সময় রাত ৯টায় লন্ডনের একটি রেস্টুরেন্টে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠানে ক্লাবের ম্যানেজিং ডাইরেক্টর সৈয়দ করিম (ছায়েম) তাঁর স্বাগত বক্তব্যে ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। নতুন জার্সির তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, এই জার্সি আমাদের দলের ঐক্যের প্রতীক। আমরা আশা করি এই জার্সি গায়ে পড়ে খেলোয়াড়রা মাঠে আরও ভালো নৈপূণ্য করবে এবং ক্লাবের জন্য সম্মান বয়ে আনবে।

ক্লাবের ডাইরেক্টর সৈয়দ করিম তামিম ও মেন্টর আব্দুল আলীম শিপন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্লাবের ডাইরেক্টর সাদিকুর রহমান চৌধুরী (জামিল), সাকির চৌধুরী, সিপিএম ইউকে এর সমাজকল্যাণ সম্পাদক মঞ্জুর হোসেন, জাহিদ হোসেন ইমন, দলীয় অধিনায়ক সোহাগ মিয়া, সহ-অধিনায়ক তপন মনি দাস, লেক ভিউ ক্লাবের কর্ণধার জুলফিকার জুনাল সাঈদ।

অতিথিরা ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন এবং খেলোয়াড়দের শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করে তাদের বক্তব্যে বলেন, এই জার্সি উন্মোচন অনুষ্ঠান ক্লাবের মনোবল বৃদ্ধিতে এবং নতুন উদ্দীপনা সৃষ্টিতে সহায়ক হবে।

ক্লাবের কর্মকর্তাগন, পৃষ্ঠপোষকবৃন্দ, সকল খেলোয়াড়বৃন্দ এবং ক্রিকেটপ্রেমী দর্শক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠে। জার্সি উন্মোচনের পর খেলোয়াড়রা নতুন জার্সি পরিধান করে ফটোসেশনে অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠানে আগত অতিথিদের সুস্বাদু খাবার আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট