মাহবুবুল আলম, দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার (২২/০৫/২০২৫) ইং তারিখে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার আখালিয়া নদীর পাড় পরিদর্শন ও বৃক্ষের চারা রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,
ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মফিদুল আলম।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মো.আরিফুল ইসলাম। জেলা জামায়াতের নায়েবে আমির জনাব অধ্যক্ষ কামাল হাসান মিলন, উপজেলা আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব ডাক্তার আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সাবেক আমির প্রধান শিক্ষক আব্দুল মজিদ,উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুর রউফ রব্বানী ও পৌর জামায়াতের সেক্রেটারি জনাব মনোয়ার হোসেন খান সহ অনান্য নেতৃবৃন্দ। নদীর পাড় রক্ষায় বৃক্ষ রোপনের উপর গুরুত্ব আরোপ করে বলেন,অতি বৃষ্টি, বন্যা ও প্রবল স্রোতের ধাক্কা সামাল দিতে নদীর পাড়ের গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।শিকড় দিয়ে মাটিকে আঁকড়ে ধরে নদীর পাড় ভাঙ্গন রোধ করে। এসময় সকলকে বেশি করে গাছ লাগানো সুপরামর্শ দেওয়া হয়।