নিকশন চাকমা, দৈনিক প্রভাতী বাংলাদেশ
রাঙামাটিতে কেন্দ্রীয় করে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে মানববন্ধন পালন করেছে ব্যবসায়ীরা। ২২ মে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ফটকের সামনে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করেন বাংলাদেশ কেমিস্টস্্ এন্ড ড্রাগ্রিস্টস্ সমিতি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্্ এন্ড ড্রাগ্রিস্টস্ সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পদক বিপ্লব বড়–য়া, সাংগঠনিক সম্পাদক দোলোয়ার হোসেন প্রমুখ।
বাংলাদেশ কেমিস্টস্্ এন্ড ড্রাগ্রিস্টস্ সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ বলেন, প্রতিটি কোম্পানি গত কয়েকবছর ধরে ঔষধের দাম বৃদ্ধি করে চলছে। একই রোগের ঔষধ ভিন্ন ভিন্ন দামে বিক্রি করতে হয়। এতে প্রতিদিন কাস্টমারের সাথে তর্কে জড়াতে হচ্ছে আমাদের। আবার ঔষধের মেয়াদ চলে গেলে সেগুলো ফেরত নিতে চায় না কোম্পানিগুলো। ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি ঔষধ বিক্রি করে থাকে। এই পরিস্থিতি থেকে আমরা রক্ষা চাই।