স্টাফ রির্পোটার রানা মিয়া দৈনিক প্রভাতী বাংলাদেশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘ চার মাস পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভা সভাকক্ষে এ সভা আয়োজন করে আহ্বায়ক কমিটি।
সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নে দ্রুত ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ কমিটি গঠনে কোনো নির্দিষ্ট গ্রুপের প্রভাব না রেখে, দলের প্রতি নিবেদিতপ্রাণ ত্যাগী নেতাকর্মী এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন জেলা বিএনপির নেতারা।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির অন্যতম সদস্য ন্যাশনাল টি কোম্পানারী পরিচালক বিশিষ্ট শিল্পপতি মো. মহসিন মিয়া মধু।
সভায় আরও উপস্থিত ছিলেন- আতাউর রহমান লাল হাজী, আতিকুর রহমান জরিপ, ইয়াকুব আলী, তাজ উদ্দিন তাজু, মো.আব্দুল মুসাব্বির, খন্দকার তারেক আহমদ, মো. মকবুল হোসেন, হাফিজুর রহমান তুহিন, মকসুদ আলী, এম এ রহিম, জসিম উদ্দিন, বাদশা মিয়া কাজল, মশিউর রহমান রিপন, মো.আবুল হোসেন, এম এ কাইয়ূম, নজরুল ইসলাম জাহান, মছদ্দর আলী, মো.মোবারক হোসেন প্রমুখ।