1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বুধবার, ২১ মে ২০২৫, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন লেমুয়া ইউনিয়ন যুবলীগ নেতা শংকর শীলের বিরুদ্ধে অভিযোগ অসহায় পরিবারের পাশে জিসান ফাউন্ডেশন নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম পেলেন টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশ পদক গজারিয়ার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশীয় পিস্তল-গুলি উদ্ধার,আটক ৮ জলঢাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প অবহিতকরণ শীর্ষক সেমিনার লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান অতিবৃষ্টিতে নওগাঁ নিয়ামতপুরের কৃষকগণ বোরো ধান কাটা নিয়ে বিপাকে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউটদের হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষন কর্মসুচী অনুষ্ঠিত

বড়াইগ্রামে ইউপি সদস্যের নাটকীয় মানববন্ধন

নাটোর উপজেলা প্রতিনিধি মো: আজাদুল ইসলাম
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

নাটোর উপজেলা প্রতিনিধি মো: আজাদুল ইসলাম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করেন—উক্ত সদস্য সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রভাব খাটিয়ে ব্যক্তিস্বার্থে সুবিধা নিচ্ছেন।

তাদের দাবি, টিআর, কাবিখা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত হতদরিদ্রদের না দিয়ে সদস্য নিজ গোষ্ঠীকে প্রদান করেছেন। অভিযোগ আছে, তিনি কোনো কোনো ক্ষেত্রে ঘুষ ছাড়া কাজ করতেন না।

মানববন্ধনের পরপরই অভিযুক্ত ইউপি সদস্য হঠাৎ করে নিজেই একটি পাল্টা মানববন্ধনের আয়োজন করেন। সেই মানববন্ধনের আয়োজন এবং বক্তব্য ঘিরে গ্রামজুড়ে শুরু হয় নতুন করে আলোচনা ও বিতর্ক। স্থানীয়রা জানান, ওই কর্মসূচিতে অংশ নিতে অনেককেই চাপ প্রয়োগ করা হয়। কেউ কেউ অর্থনৈতিক বা রাজনৈতিক প্রলোভনের শিকার হয়ে সেখানে উপস্থিত হন।

সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ছিল মানববন্ধনে ইউপি সদস্যের দেওয়া বক্তব্য, যেখানে তিনি বলেন—“এক সাংবাদিক আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা চেয়েছে।” তিনি শত শত মানুষের সামনে এ দাবি করেন।

তবে সচেতন মহল ও সাংবাদিক সমাজের মতে, এটি একটি পরিকল্পিত অপপ্রচার। একজন সাংবাদিক কখনোই শত শত মানুষের সামনে চাঁদা দাবি করতে পারেন না। বরং এটি প্রকৃত দুর্নীতির অভিযোগ থেকে দৃষ্টি সরাতে এবং নিজের অপকর্ম আড়াল করতে সাংবাদিকদের ওপর দোষ চাপানোর চেষ্টা।

একজন প্রবীণ স্থানীয় বাসিন্দা বলেন, “যিনি জনগণের টাকা আত্মসাৎ করেন, তিনি এখন সাংবাদিককে টার্গেট করে দায় চাপাতে চাইছেন—এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।”

এছাড়া অভিযোগ রয়েছে, ওই ইউপি সদস্য পরিষদের বাইরে প্রভাব বিস্তার করে নানা অবৈধ সুবিধা নিয়েছেন। তার বিরুদ্ধে সামাজিক নিরাপত্তা বেষ্টনির কার্ড, রেশন, এবং প্রকল্পভিত্তিক নিয়োগ বণ্টনে পক্ষপাতিত্ব ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে।

বর্তমানে এলাকাবাসীর পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জোরালো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট