1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী  অভিনব কায়দায় বাগানে মাদকদ্রব্য গাঁজার চাষ আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক এর বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ দেখতে যান গজারিয়ায় সড়ক দুর্ঘ*টনায় নি**হত ১, আহ**ত ১৫ বগুড়ায় স্বামীর পরিবারের নির্যা*তনে শিকার গৃহবধূ আয়েশা ভারী বর্ষণে তলিয়ে গেছে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম চাঁদা*বাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভি*যোগে গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার: শুদ্ধি অভি+যানে বিএনপি ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা গাজীপুর মহানগরের বিএনপি’র ৪ নেতাকে বহিষ্কার

বড়াইগ্রামে ইউপি সদস্যের নাটকীয় মানববন্ধন

নাটোর উপজেলা প্রতিনিধি মো: আজাদুল ইসলাম
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

নাটোর উপজেলা প্রতিনিধি মো: আজাদুল ইসলাম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করেন—উক্ত সদস্য সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রভাব খাটিয়ে ব্যক্তিস্বার্থে সুবিধা নিচ্ছেন।

তাদের দাবি, টিআর, কাবিখা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত হতদরিদ্রদের না দিয়ে সদস্য নিজ গোষ্ঠীকে প্রদান করেছেন। অভিযোগ আছে, তিনি কোনো কোনো ক্ষেত্রে ঘুষ ছাড়া কাজ করতেন না।

মানববন্ধনের পরপরই অভিযুক্ত ইউপি সদস্য হঠাৎ করে নিজেই একটি পাল্টা মানববন্ধনের আয়োজন করেন। সেই মানববন্ধনের আয়োজন এবং বক্তব্য ঘিরে গ্রামজুড়ে শুরু হয় নতুন করে আলোচনা ও বিতর্ক। স্থানীয়রা জানান, ওই কর্মসূচিতে অংশ নিতে অনেককেই চাপ প্রয়োগ করা হয়। কেউ কেউ অর্থনৈতিক বা রাজনৈতিক প্রলোভনের শিকার হয়ে সেখানে উপস্থিত হন।

সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ছিল মানববন্ধনে ইউপি সদস্যের দেওয়া বক্তব্য, যেখানে তিনি বলেন—“এক সাংবাদিক আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা চেয়েছে।” তিনি শত শত মানুষের সামনে এ দাবি করেন।

তবে সচেতন মহল ও সাংবাদিক সমাজের মতে, এটি একটি পরিকল্পিত অপপ্রচার। একজন সাংবাদিক কখনোই শত শত মানুষের সামনে চাঁদা দাবি করতে পারেন না। বরং এটি প্রকৃত দুর্নীতির অভিযোগ থেকে দৃষ্টি সরাতে এবং নিজের অপকর্ম আড়াল করতে সাংবাদিকদের ওপর দোষ চাপানোর চেষ্টা।

একজন প্রবীণ স্থানীয় বাসিন্দা বলেন, “যিনি জনগণের টাকা আত্মসাৎ করেন, তিনি এখন সাংবাদিককে টার্গেট করে দায় চাপাতে চাইছেন—এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।”

এছাড়া অভিযোগ রয়েছে, ওই ইউপি সদস্য পরিষদের বাইরে প্রভাব বিস্তার করে নানা অবৈধ সুবিধা নিয়েছেন। তার বিরুদ্ধে সামাজিক নিরাপত্তা বেষ্টনির কার্ড, রেশন, এবং প্রকল্পভিত্তিক নিয়োগ বণ্টনে পক্ষপাতিত্ব ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে।

বর্তমানে এলাকাবাসীর পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জোরালো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট