1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী  অভিনব কায়দায় বাগানে মাদকদ্রব্য গাঁজার চাষ আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক এর বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ দেখতে যান গজারিয়ায় সড়ক দুর্ঘ*টনায় নি**হত ১, আহ**ত ১৫ বগুড়ায় স্বামীর পরিবারের নির্যা*তনে শিকার গৃহবধূ আয়েশা ভারী বর্ষণে তলিয়ে গেছে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম চাঁদা*বাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভি*যোগে গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার: শুদ্ধি অভি+যানে বিএনপি ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা গাজীপুর মহানগরের বিএনপি’র ৪ নেতাকে বহিষ্কার

এক শিক্ষকের বাড়িতে রহস্যজনক আগুন

হারুন অর রশীদ, জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

হারুন অর রশীদ, জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাপাড়ার আখতারুজ্জামান আকুল মাস্টারের বাড়িতে ঘটছে একের পর এক অলৌকিক ঘটনা। এ অলৌকিক ঘটনা মানুষ এতোদিন সিনেমায় দেখলেও এলাকার মানুষজন এখন বাস্তবের সম্মুখীন, কিভাবে আগুনের সূত্রপাত কেউ বলতে পারছেনা। প্রতিবেশীরা অলৌকিক ঘটনা বলে অনেকেই দাবি করছেন। গত রবিবার সন্ধায় শিক্ষকের বাড়িতে হঠাৎ যে কোনো জিনিসে আগুন লেগে যাওয়া বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বিদ্যুৎ নেই, গ্যাস সংযোগ নেই—তবুও হঠাৎ হঠাৎ ঘরের বিভিন্ন জায়গায় দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। ঘরের আসবাবপত্র, খাট, এমনকি পানির ট্যাপ ও ঝর্ণাতেও লাগছে আগুন! দেড় মাস ধরে পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ তারা জানে না কখন, কোন জায়গা থেকে আগুন আবার ছড়িয়ে পড়বে।

আকুল মাস্টারের ভাই জানান, গত বৃহস্পতিবার থেকে শুরুতে ভেবেছিলাম বিদ্যুৎ থেকে শর্টসার্কিট হচ্ছে। কিন্তু বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ার ডেকে এনে ঘরের সমস্ত তার পাল্টালাম, নতুন মিটার লাগালাম, এমনকি লাইনই পুরোপুরি বিচ্ছিন্ন করে দিলাম। কিন্তু এরপরও থামছে না আগুন লাগার ঘটনা। মাঝে মাঝে ট্যাপের পানিতে, কখনো ফ্রিজ বা ফ্যানেও আগুন ধরে যাচ্ছে!” কখনও ডাইনিং টেবিলে,সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন জানা যায়, আগুন ছড়িয়েছে পাশের একটি ভাড়া বাড়িতেও, যেখানে কিছুদিনের জন্য অবস্থান করেছিলেন আখতারুজ্জামান আকুল মাস্টার। সেখানেও তার ব্যবহৃত আসবাবপত্রে আগুন লেগেছিল, অথচ অন্য কারো কিছু হয়নি। কিছুদিন আগে তার স্ত্রীর পরনে থাকা শাড়িতেও আগুন ধরে যায়। এলাকাবাসী বলছেন, এটি যেন এক অভিশপ্ত পরিস্থিতি। কেউ বলছেন ভৌতিক প্রভাব, কেউ বলছেন অজানা কোনো বিজ্ঞানভিত্তিক ঘটনা। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই ঘটনা দেখে আমাদের মনে হচ্ছে, এটি স্বাভাবিক নয়। আকুল মাস্টারের পরিবারের ওপর কোনো অলৌকিক বা অশরীরী শক্তির প্রভাব রয়েছে।” আলমডাঙ্গা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ ওসি মাসুদুর রহমান পিপিএম। তবে তিনি জানান, “ঘটনাস্থলে গিয়ে তিনি ঘরের বিভিন্ন স্থানে আগুনে পোড়া জিনিস দেখতে পান কিভাবে আগুন ধরছে কেন ধরছে স্পষ্ট নয় । বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।” এদিকে আকুল মাস্টারের পরিবার চরম আতঙ্কে দিন পার করছে। তারা জানেন না কখন আবার কোথা থেকে আগুন লাগবে। দিনরাত প্রহর গুনছে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায় পরিবার-পরিজন।এই ব্যাপারে বিভিন্ন স্থান থেকে মাওলানা সাহেব অথবা কবিরাজ  এনে ঝাড়ফুঁক করেও আগুন থামাতে পারছেনা জখন তখন ঘরের যেকোনো স্থানে আগুন ধরে পুড়ে যাচ্ছে । অলৌকিক এই আগুনের কারণে এই পরিবারের আসবাবপত্র ব্যবহারের জিনিস পত্র পুড়ে যাওয়ার কারণে হতাশা এবং আতংকিত হয়ে পড়েছে এবং নিরাপত্তা হিনতায় ভুগছেন তারা ।এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত এই অলৌকিক আগুনের রহস্য উদঘাটনের জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট