আরিফুর রহমান তীব্র,উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
জিসান ফাউন্ডেশনের মানবিক ছোঁয়া, জিসান ফাউন্ডেশন একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি, যারা দীর্ঘদিন মাথার উপর একটা ছাউনির জন্য সমাজের বিভিন্ন মানুষের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে আসছিলো, শামসু উদ্দিন তুহিন এর নির্দেশে, জিসান ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার হিসেবে ৭বান্ডিল টিন প্রদান করা হয়। যেনো অসহায় পরিবারটি গড়ে তুলতে পারে নিরাপদ একটি ঘর, একটু শান্তির আশ্রয়।
ছোট্ট এই প্রয়াসটি তাদের জীবনে নতুন আশার আলো হয়ে উঠবে। মানবতার ডাকে সাড়া দিয়ে জিসান ফাউন্ডেশন সবসময় অসহায় পরিবার এর পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন শামসু উদ্দিন তুহিন।
এদেশে এখনো প্রচুর ভালো মানুষ আছে, ভালো মানুষ সত্যিই এখনো শেষ হয়ে যায়নি পৃথিবী থেকে। হয়তো তাদের সংখ্যা কম, কিন্তু তারা আছে।
আসলে কিছু ভালো মানুষ এদেশে আছে বলেই এদেশের আকাশে সূর্য উঠে, ভোর হয়, গাছে গাছে পাখী ডাকে, ফুল ফোটে।কে বলে ভালো মানুষ নেই,এই যে চারদিকে ভালো মানুষের গুঞ্জন শুনতে পাই,
এইসময়ে উপস্থিত ছিলেন, চন্দ্রগন্জ থানা ছাএদলের যুগ্ম আহবায়ক সাইফ উদ্দিন জাবেদ, জিসান স্মৃতি ক্রিড়া সংঘের সভাপতি ওমর ফারুক, সৌদি আরব প্রবাসী সুমন,মানবিক ছাএনেতা সজিব,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুমন সহ আরো অনেকে।