হোসাইন হাওলাদার, দৈনিক প্রভাতী বাংলাদেশ
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলার আলদি বাজারে বাসা থেকে মাঠা খেতে গিয়ে চারদিন ধরে নিখোঁজ।
মুন্সিগঞ্জ শহরের স্কুল শিক্ষার্থী সামিউল ইসলাম শাওন ( ১৫ ) সে গত ১৬ মে সকালে শহরের খালইষ্ট এলাকার ভাড়া বাসা থেকে বের হয়। নিখোঁজ বিষয়টি ওইদিন রাতেই সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন বাবা বাবুল দেওয়ান।
শাওন শহরের উত্তর কোট গাঁওয়ের কাজি কমরউদ্দিন ইনস্টিটিউশনের দশম শ্রেণীর শিক্ষার্থী। মঙ্গলবার পর্যন্ত তার কোন খবর পাওয়া যায়নি। সে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামের প্রবাসী বাবুল দেওয়ানের ছেলে।
পরিবারসহ খালইস্ট এলাকার চান মিয়ার বাড়ির ভাড়াটিয়া। বাবা বাবুল দেওয়ান জানান, ১৬ মে সকাল ৭ টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজার এলাকায় মাঠা খেতে বের হয় ছেলে। ঐদিন সকাল ৮ টার দিকে মোবাইল ফোনে সর্বশেষ ছেলের সঙ্গে তার কথা হয়।
তার কিছু সময় পরেই ছেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তিনি আরো বলেন, বিভিন্ন স্থানে ছেলেকে খোঁজাখুঁজি করে কোথায় ও ছেলের সন্ধান পাওয়া না গেলে ওইদিন রাতে সদর থানায় ছেলের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়।