হারাধন চক্রবর্তী, দৈনিক প্রভাতী বাংলাদেশ
মীরসরাই।মিরসরাইয়ে রোগী দেখে ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধা’ক্কা’য় এক পল্লী চিকিৎসক নি’হ’ত হয়েছেন। তার নাম অর্জুন কুমার নাথ (৫০)। ১৯ মে,সোমবার রাত ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এই দু’র্ঘ’ট’না ঘটে। অর্জুন ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া গ্রামের শশী কুমার মহাজন বাড়ীর বিনোদ বিহারীর ছেলে।মীরসরাই উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি জনাব রফিকুন্নবী রাসেল শোক প্রকাশ করেন এবং আত্মার শান্তি কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।