মোহাম্মদ হানিফ, দৈনিক প্রভাতী বাংলাদেশ
ফেনী থেকে পরশুরাম ( বিলনিয়া) রেললাইন টি পুনরায় চালুর দাবী দিন দিন জোরালোভাবে আলোচনায় উঠেছে।বৃটিশ আমল থেকে ফেনী থেকে পরশুরাম, পরশুরামের জনগণের চলাচলের একমাত্র যান ছিল রেলগাড়ী। বিগত আওয়ামী লীগের সরকারের আমলে ফেনী টু পরশুরাম রেলগাড়ী চলাচল বন্ধ করে দেয়।অজুহাত দেখিয়েছেন ফেনী টু পরশুরাম রেলগাড়ী চলাচলে সরকারের কোটি কোটি টাকা লোকশান হচ্ছে। এতে জনগণের সুযোগ সুবিধা কথা একটু চিন্তা করেন নাই।পরশুরাম, ফুলগাজী,ছিতলিয়া , মুন্সিরহাট,নতুন মুন্সিহাট,আনন্দপুর এ সকল জনসাধারণের সাথে আলাপ কালে জানা যায় বিগত আওয়ামী সরকার ভারতের সুবিধার জন্য ফেনী টু পরশুরাম রেলগাড়ী চলাচল বন্ধ করেছে। এবং পরশুরাম উপজেলার জনগণের প্রাণের দাবী রেললাইন টি আবার চালু করা হোক।ফেনী থেকে পরশুরাম রেলগাড়ী চালু হলে বাস,সিএনজি সিন্ডিকেটের দৌরাত্ম কমবে,যাত্রীদের ভোগান্তি দুর হবে।এবং কম ভাডায় নিরাপদে এ অঞ্চলের মানুষ ফেনী, পরশুরাম আসা যাওয়া করতে পারবে।ছাত্র/ছাত্রী,চাকুরীজীবি এবং সাধারণ যাত্রীসহ সকলেই ভোগান্তির হাত থেকে রেহাই পাবে।কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ, ফেনী টু পরশুরাম বাসীর এ প্রাণের দাবীটার দিকে নজর দেওয়ার জন্য।