মোজাম্মেল হক হাছান, দৈনিক প্রভাতী বাংলাদেশ
দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নাছির উদ্দিনের অর্থায়নে বিতরণ করা হয়।
স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার স.ম. আজহারুল ইসলাম। সিনিয়র শিক্ষক রহিমা বেগমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা যুবদলের যুগ্ন-আহব্বায়ক নাছির উদ্দিন নাছির, দাগনভূঞা প্রসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম প্রমুখ।
এসময় স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর প্রতি ক্লাসের ১০ জন করে ৫০ জনকে স্কুল ব্যাগ বিতরণ করেন অতিথিবৃন্দ।