হারুন অর রশীদ, দৈনিক প্রভাতী বাংলাদেশ
চুয়াডাঙ্গা জেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার চুয়াডাঙ্গা এর অভিযানে যথাযথ সনদ ব্যতীত ডাক্তার পদবী ব্যবহার ও প্রচার করার জন্য জন্ডিস চিকিৎসালয় এর স্বত্বাধিকারী শহিদুল ইসলামকে ( মান্দারকে) ৩০( ত্রিশ)হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ সোমবার দুপুরে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সঙ্গে ছিলেন দর্শনা পুলিশের একটি টিম। তিনি বলেন, এখানে কিছু দোকান আছে একটু পরিপাটি মানসম্মত আছে, কিছু দোকানে ছোট খাটো সমস্যা আছে যেটা হবার না কারন ঔষধ মানুষের জীবন মরন সমস্যা, শুধু দর্শনাতেই না পূরা চুয়াডাঙ্গা জেলার ঔষধ ব্যাবসায়ী প্রতিষ্ঠানকে বলবো যেখানে ঔষধ একটা জীবন-মরন সমস্যা, প্রাথমিক অবস্থায় মানুষ সমস্যায় পড়লে আগে মানুষ আপনাদের কাছে ছুটে আসে। চুয়াডাঙ্গা জেলার মানুষ আপনাদের কাছে এসে যেনো সঠিক সেবাটা পায়, আপনারা মেয়াদ উত্তির্ন ও ফিজিশিয়ান স্যাম্পল যাচাই-বাছাই করে বিতরণ করবেন সেই প্রত্যাসা আপনাদের কাছে। আমাদের তদারকি কার্যক্রম যৌথভাবে অব্যাহত থাকবে।