মাহাবুবুল আলম, দৈনিক প্রভাতী বাংলাদেশ
ময়মনসিংহ জেলার, ফুলবাড়িয়া থানার, এনায়েতপুর ইউনিয়নে, আসাদ মিয়ার বসবাস। আসাদ মিয়ার বাগানে ৬০ টি গাছে থোকায় থোকায় ঝুলছে পাঁকা লিচু। লিচু পেঁকে সিঁদুরের রঙে রঙিন হয়ে উঠছে প্রত্যেকটি গাছে।টক মিষ্টি ও রসে পরিপূর্ণ এই ফলটি দেখতে যেমন সুন্দর তেমন খেতেও খুব সুস্বাদু। চায়না মুম্বাই জাতীয় লিচুতে উনার বাগান পরিপূর্ণ। লেচুর ওজনে অনেক ডালপালা মাটিতে নূয়ে পড়েছে। গ্রীষ্মকালীন ফল গুলোর মধ্যে লিচু অন্যতম। বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্যাপক আকারে লিচু চাষ হয়। আর সেই থেকে অনুপ্রেরণা নিয়ে আসাদ মিয়া গত পাঁচ বছর আগে গড়ে তোলেন লিচু বাগান। প্রতিবছর আড়াই থেকে তিন লক্ষ টাকা তিনি লিচু বিক্রি করেন। আসাদের সাথে কথা বলে জানা যায় সঠিকভাবে যত্ন নিলে ময়মনসিংহের মাটিতেও ভালো জাতের লিচু চাষ করা সম্ভব। আগামীতে তিনি বাগানটি আরো সম্প্রসারণ করবে বলে জানান।