এম জাহিদ হোসাইন, দৈনিক প্রভাতী বাংলাদেশ
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধুপুরা গ্রামের কালাম খলিফার ছেলে লিটন খলিফা কৃষি ব্যাংক থেকে তিন লক্ষ টাকা লোন নিয়ে কুল বড়ই বাগান করার জন্য সাত কড়া জমিতে উন্নত জাতের ১১০ টি চাড়া রোপন করে।চাড়াগুলো সে মাদারীপুর থেকে কিনে আনে।তার স্বপ্ন ছিল এই বড়ই চাষের মাধ্যমে আর্থিক ভাবে স্বাবলম্বী হবে,কারন ঐ এলাকায় অনেকে এই বড়ই চাষের মাধ্যমে ব্যাপকভাবে লাভবান হয়েছে। কিন্তু গত শানিবার গভীর রাতে এলাকার কিছু বাজে প্রকৃতির মানুষ তার এ স্বপ্ন শেষ করে দিল।এলাকায় খোজ নিয়ে জানা যায় লিটন খলিফাদের সাথে এলাকার ইলিয়াস গাজী, হাবি গাজী, কালাম গাজী নামের কিছু ব্যক্তিদের সাথে দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলতেছিল, তাই তার জের ধরে রাতের অন্ধকারে এই লিটন খলিফার ১১০ টি বড়ই চাড়ার সবগুলো উপড়িয়ে ফেলে অন্য কোথাও ফেলে দেয়, খোজ নিয়ে জানা যায় লিটন খলিফা একটা প্রতিবন্ধী মানুষ।এই ঘটনার কারনে এই প্রতিবন্ধী মানুষটি পথে বসার উপক্রম।প্রশাসনিক ভাবে এখনো এ ব্যাপারে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।