আবু রায়হান, দৈনিক প্রভাতী বাংলাদেশ
যশোর সদর উপজেলায় বাড়ির পাশে মাঠে ‘খেলার সময় কুড়িয়ে পাওয়া বোমা’ নিয়ে ঘরে ফেরার পর বিস্ফোরণে আহত তিন ভাই-বোনের মধ্যে এক শিশু মৃত্যু হয়।
১৯মে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে ঘরে গেলে বিস্ফোরণে আহত হয় ওই এলাকার শাহাদাত হোসেনের ছেলে সজিব আহম্মেদ (৭), মেয়ে খাদিজাতুল কুবরা (৫) ও আয়েশা সুলতানা (৩)। তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শিশু তিনটির মা সুমি খাতুন বলেন, যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক খাদিজা ও সজিবকে ঢাকায় নিতে বলেন। পথে নড়াইলে খাদিজাতুল কুবরার মৃত্যু হয়েছে। সজিবের একটি হাত কেটে ফেলতে হয়েছে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এছাড়া যৌথবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।