এস এ খান শিল্টু মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর জেলা প্রশাসন ও প্রবেশন কার্যালয়ের উদ্যোগে অপরাধী সংশোধন পুনর্বাসন কার্যক্রমের আওতায় মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে অবস্থানরত বন্দিদের মাঝে বিশুদ্ধ পানির ফিল্টার এবং বিভিন্ন ধরনের ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৯/০৫/২৫ সোমবার সকালের দিকে মেহেরপুর জেলখানায় জেলা কারাগারের অভ্যন্তরে অবস্থানরত বন্দিদের মাঝে বিশুদ্ধ পানির ফিল্টার এবং বিভিন্ন ধরনের ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা কারাগারের অভ্যন্তরে অবস্থানরত বন্দিদের মাঝে বিশুদ্ধ পানির ফিল্টার এবং বিভিন্ন ধরনের ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ করেন।এ সময় সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম, আবীর আনসারী, জেলার নিজামুদ্দিন, প্রবেশন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক জেলখানা পরিদর্শন করেন। এ সময় তিনি জেলখানার বিভিন্ন দিক ঘুরে দেখেন। এদিকে এর আগে জেলা প্রশাসক জেলখানায় এসে পৌঁছালে জেল পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।জেলা প্রশাসক সিফাত মেহনাজ সালাম গ্রহণ করেন।