আব্দুল্লাহ আল মোমিন, দৈনিক প্রভাতী বাংলাদেশ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার পাঁচটি সংসদীয় আসনে তাদের মনোনীত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ১৭ মে শনিবার সুজানগর উপজেলার কেন্দ্রীয় মাঠে এক জনসভায় এই ঘোষণা দেওয়া হয়। এতে জেলার পাঁচ আসনের প্রার্থীরা একই মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য দেন এবং দলের রাজনৈতিক লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
ঘোষিত প্রার্থীরা হলেন:পাবনা-১ (সাঁথিয়া ও আংশিক বেড়া) আসনে: ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন – একজন বিশিষ্ট আইনজীবী ও শিক্ষাবিদ।
পাবনা-২ (সুজানগর ও আংশিক বেড়া) আসনে: অধ্যাপক কে এম হেসাব উদ্দিন – সুজানগর উপজেলার একজন পরিচিত মুখ এবং সমাজসেবায় জড়িত।
পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনে: অধ্যাপক আলী আজগর – শিক্ষাক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এবং একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত।
পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া) আসনে: অধ্যাপক আবু তালেব মন্ডল – দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন এবং সমাজে সুপরিচিত।
পাবনা-৫ (পাবনা সদর) আসনে: প্রিন্সিপাল ইকবাল হোসাইন – একজন দক্ষ সংগঠক ও কলেজ অধ্যক্ষ।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও জনগণের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা বলেন, "গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য জামায়াত জনগণের রায় নিয়ে মাঠে নামছে।"
এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জামায়াত সমর্থকেরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল ও স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করেন। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াত এ বছর নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় ভাবে প্রস্তুতি নিচ্ছে এবং প্রতিটি আসনে শক্তিশালী নির্বাচনী প্রচারণার পরিকল্পনা রয়েছে।