রফিকুল ইসলাম রনজু, দৈনিক প্রভাতী বাংলাদেশ
কুড়িগ্রাম জেলার পাঁচটি উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ফুলবাড়ী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যৌথ বাস্তবায়নে উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে।
কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর, ভুরুঙ্গামারী, চিলমারী ও ফুলবাড়ী উপজেলার ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ। আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। প্রশিক্ষণ পরিচালনা করেন প্রকল্পের রাজারহাট উপজেলা সমন্বয়কারী রুকুনুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজারহাট উপজেলার ইউএনও আল ইমরান বলেন, গ্রাম আদালত প্রান্তিক জনগোষ্ঠীর ছোট ছোট বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে উচ্চ আদালতের মামলার জট অনেকটাই কমে যাচ্ছে। এখন মানুষ ন্যায্য বিচার পেয়ে গ্রাম আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করছেন।
প্রশিক্ষণে বড়ভিটা, ভাঙ্গামোড় ও শিমুলবাড়ী ইউনিয়নের ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে গ্রাম আদালতকে আরও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।