মোজাম্মেল হোসেন কামাল, জেলা প্রতিনিধি :
নোয়াখালীতে দৈনিক সফল বার্তা সম্পাদক ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
১৮ মে,রোববার সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাব সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে মিথ্যা মামলা প্রত্যারের কড়া হুঁশিয়ারী দিয়ে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডাঃ বোরহান উদ্দিন, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি আলমগীর ইউছুফ, এনটিভি নোয়াখালী স্টাফ রিপোর্টের মাসুদ পারভেজ, দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, জাগো নিউজ জেলা প্রতিনিধি ইকবাল হোসেন মঞ্জু, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, নিউজ টুয়েন্টি ফোর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, যমুনা টিভির জেলা প্রতিনিধি মোতাছিম বিল্লাহ সবুজসহ অনেকেই।মানববন্ধনে নেতৃত্বদেন দৈনিক জবাবদিহ জেলা প্রতিনিধি এম.বি আলম।
মানববন্ধনে অংশ গ্রহণ করেন নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম সভাপতি তাজুল ইসলাম মানিক, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল, কবিরহাট প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম জহির, চাটখিল প্রেসক্লাব সভাপতি কামরুল কানন, নোয়াখালী আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি এ.এস.এম রিজোয়ানসহ স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক, নোয়াখালী জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
এ সময় বক্তাগণ বলেন, সারা দেশে সাংবাদিকগণ কোন নিউজ করলে তাদেরকে দূর্বল করার জন্য চাঁদাবাজির অভিযোগ দিয়ে মামলা করা হচ্ছে। এ সংস্কৃতি হতে বেরিয়ে আসতে হবে। দৈনিক সফল বার্তা সম্পাদক ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা আগামী ৭দিনের মধ্যে প্রত্যাহার করা না হলে প্রশাসনের সহযোগিতা নিয়ে তার বিরুদ্ধে জেলার সকল সাংবাদিক একত্রিত হয়ে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী দেন।