রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে, চাইল্ড নট ব্রাইট (সিএনবি)প্রকল্প এমজেএসকেএস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায়, নুনখাওয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে, সামাজিক কুসংস্কার দূর করতে, কিশোর কিশোরীদের অগ্রযাত্রা অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত। এতে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা, নাটক ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলায় করনীয় কি তা নিয়ে বক্তারা সচেতনতামূলক পরামর্শ এবং দিকনির্দেশনা প্রদান করেন।
নুনখাওয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল ইসলাম জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাগেশ্বরী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ময়দান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালিগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, নুনখাওয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আব্দুল কাদের মিয়া, নুনখাওয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম রনজু সহ অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভিতরবন্দ ও নুনখাওয়া ইউনিয়নের দায়িত্বে থাকা ফিল্ড ফেসিলিটিটর মোঃ বাদশা হোসাইন। অনুষ্ঠানটির আয়োজক- নুনখাওয়া ইউনিয়ন যুব সংগঠন,নাগেশ্বরী কুড়িগ্রাম।