হাছিবুর রহমান,জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে মাদ্রাসা শিক্ষার্থী অপমৃত্যু: সুষ্ট তদন্তের দাবি ও অপপ্রচারের হুশিয়ারি করে বিবৃতি দেন হেফাজতে ইসলাম লক্ষ্মীপুর জেলা শাখা,
হেফাজতে ইসলাম লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মুফতি মুস্তাকুন্নবী কাসেমী এবং সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন কাসেমী এক বিবৃতিতে বলেন,গত ১৩ মে লক্ষ্মীপুরের সুপরিচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল মুঈন ইসলামি একাডেমি এর হিফয বিভাগের ছাত্র সানিম (১০) এর অপমৃত্যু আমাদের কে গভীরভাবে মর্মাহত করেছে।আমরা এ ঘটনার সুষ্ট ও নিরপেক্ষ তদন্ত দাবী করছি,এবং তদন্তে কারো গাফিলতি বা প্ররোচনায় প্রমান মিললে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহবান জানাচ্ছি।
তারা বলেন আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্ম করছি একটি দুঃখজনক দুর্ঘটনাকে পুজি করে কিছু মিডিয়া ও কিছু মহল ঘটানাটিকে উদ্যেশ্য প্রনোদিত ভাবে *হত্যাকান্ড * আখ্যা দিয়ে আল মুঈন ইসলামিকে বিতর্কিত করারা ভিন্ন অপচেষ্টাই লিপ্ত হয়েছে। একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান কে অবমাননা, বন্ধ কিংবা চাপের মুখে ফেলাতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে।
আমরা স্পষ্ট চাবে বলতে চাই এই ষড়যন্ত্র কোনভাবে বরদাশত করা হবে না।
তারা আরো বলেন আল মুঈম ইসলামি শুধু লক্ষ্মীপুরে নয়,গোটা দেশে দ্বীন প্রচারে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে আসছে।
এর বিরুদ্ধে চক্রান্ত মানে হলো,ইসমালমী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে চক্রান্ত।
হেফাজতে ইসলাম এই অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দৃড় প্রতিজ্ঞ।
আমরা প্রশাশন কে আহবান জানাচ্ছি এই ঘটনা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে সকল ধোয়াশা দূর করতে হবে এবং যারা ভিত্তিহীন প্রচারে লিপ্ত তাদের বিরুদ্ধে আইনানুগ বব্যস্থা নিতে হবে।
বিবৃতিতে নেতৃত্যদয় নিহত সানিম এর পরিবারকে গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে বলেন আল্লাহ যেন তাদের এই শোক সহজ করে দেন,এবং ধৈর্য ধারনের তৌফিক দেন।