বিশেষ প্রতিবেদন
আখাউড়া পৌরসভার মসজিদ পাড়া থেকে মো. হাসান মিয়া(২৮) মিয়া নামে এক ফার্মেসী কর্মী স্বামী কে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে বালিশ চাপা দিয়ে খুন করলো নববধু জান্নাত আক্তার (২৩) ,
খবর পেয়ে আজ সকাল ভোর ৫ টার সময় হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসানের পিতার নাম মো. আলফু মিয়া। হাসান পৌরসভার মসজিদ পাড়ার ইসমাইল সরদারের বাড়িতে ভাড়া থাকতেন। গত এক সপ্তাহ আগে জান্নাত আক্তার কে বিয়ে করেন হাসান। ঘাতক স্ত্রী জান্নাত আক্তার মো. মোহাম্মদ আলীর কন্যা। ঠিকানা সঠিকভাবে বলছেনা জান্নাত আক্তার।
হাসান রোকন খাদেমের সানি ফার্মেসীতে চাকুরী করতেন। জাহাঙ্গীর আলম (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া জেলা