মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি:
সংবাদ- ফেনী ডিবি পুলিশ কর্তৃক ১২ মামলার আসামী মো: মহিউদ্দিন ( ডাকাত প্রকাশ মহিন,প্রকাশ আওরঙ্গজেব) গ্রেফতার। ১৬ মে সকাল ৭ ঘটিকায় ফেনী মডেল থানাধীন রেল স্টেশন রোড হতে এস আই রেজয়ানুল ইসলাম এর নেতৃত্ব ফেনী ডিবি পুলিশের একটি দল মো: মহিউদ্দিন প্রকাশ মোহন প্রকাশ আওরঙ্গজেব ৩৩ পিতা মৃত- শফিকুর রহমান।
স্হানীয় ঠিকানা- হরিছ সওদাগরের বাডি মধ্যম মাথিয়ারা, গ্রাম- মাথিয়ারা,উপজেলা / থানা - ফেনী সদর,ফেনী,বাংলাদেশ কে আটক করা হয়। ফেনী।
বর্তমান ঠিকানা বাকুয়া টিলা,ধর্মপুর,নতুন আশ্রায়ন,গ্রাম - ধর্মপুর উপজেল/ থানা ফেনী সদর বাংলাদেশ কে মডেল থানায় সোপর্দ করেন।তাঁহার নামে ফেনী জেলার ভিবিন্ন থানায় অস্ত্র,মাদক,ডাকাতি ও সরকারী কর্মচারীকে কর্তব্য কাজে বাধাঁ দান সহ আঘাত দান ইত্যাদি ১২ টি মামলা রয়েছে সপ সংঘবদ্ধ চক্রের হোতা।ফেনী জেলার বিভিন্ন থানা এলাকায় প্রতিনিয়ত চুরি,ছিনতাই, ডাকাতি করে মর্মে জানা যাচেছ।সে ডাকাত মোহন নামে পরিচিতি মর্ম জানা যায়।