মোঃ মাহাবুবুল আলম উপজেলা প্রতিনিধি ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার উরপা গ্রামে জাহার উদ্দিনের বসবাস। মাত্র দশম শ্রেণীর ছাত্র অবস্থায় তিনি তার পিতা মাতাকে হারান। অঢেল সম্পত্তির মালিক ছিলেন তার বাবা। সংসার দেখাশোনার পাশাপাশি ইংরেজি বিভাগ নিয়ে তিনি স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।
পরে তিনি যোগ দেন ইংরেজি প্রভাষক হিসেবে "ভবানীপুর ফাজিল মাদ্রাসায়"। একেবারে সাদামাটা তার জীবন। সদা হাস্য উজ্জ্বল থাকেন তিনি ।প্রতিদিন প্রায় ১০ কিলোমিটার পথ তিনি যাতায়াত করেন বাইসাইকেলে চড়ে। সময় মত শ্রেণিকক্ষে যোগদান ও পাঠদান করিয়ে শিক্ষার্থীদের কাছেও অধিক প্রিয় পাত্র তিনি।
অবসর সময়ে অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও সময় দেন তিনি। গ্রামের প্রায় সকলের কাছেই তিনি পছন্দের মানুষ । নিরহংকারী এই মানুষটি অনেকটা মিতব্যায়ী।উনার সততা ও নিষ্ঠা সত্যি প্রশংসার দাবি রাখে।