নিজস্ব প্রতিনিধি
উক্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে মোঃ আসাদুজ্জামান আসাদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আল-মামুন। তিনি তাঁর বলিষ্ঠ বক্তব্যে সিএনজি চালকদের জীবনসংগ্রাম, রাষ্ট্রীয় নিপীড়ন এবং তাদের মর্যাদা রক্ষায় সংগঠনের অবস্থান সুস্পষ্টভাবে উপস্থাপন করেন।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্যে দিয়ে তেলাওয়াত করেন মোঃ রেজাউল করিম , এর পর সাবেক রাষ্ট্রপতি গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান , আরাফাত রহমান কোকো ও কেন্দ্রীয় উপদেষ্টা শাহাবুদ্দিন শিকদার ডালিম ভাইয়ের মায়ের ইন্তেকাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে।
সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন:
আজ দেশের প্রতিটি সিএনজি চালক অবহেলিত, নিপীড়িত ও অবিচারের শিকার। ক্ষমতাসীন সরকারের পৃষ্ঠপোষকতায় এক শ্রেণির পুলিশ ও দালাল চক্র চালকদের পিঠে জুলুমের বর্শা গেঁথেছে। চাঁদাবাজি, মামলা-হয়রানি ও অমানবিক আচরণের কারণে একটি পরিশ্রমী শ্রেণি আজ ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি চালক দল এই নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সংগঠিত হচ্ছে।
এ সংগঠনের প্রত্যেকটি সদস্যই হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যোদ্ধা – যারা রাস্তায় শুধু গাড়ি চালায় না, বরং পথ তৈরি করে দেয় জনতার চেতনায়।
আমরা এই লড়াই থেকে পিছু হটব না। চালকদের সম্মান ও ন্যায্য অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত সংগ্রাম চলবে।
সভায় আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা জিয়া মঞ্চের আহ্বায়ক মোঃ শাহীন ইসলাম ও তার নেতৃত্বে জিয়া মঞ্চের তুরাগ থানার নেতৃবৃন্দ, উত্তরা পশ্চিম থানা জিয়া মঞ্চের আহ্বায়ক মোঃ শাহীন সরকার ও তার নেতৃত্বে জিয়া মঞ্চের উত্তরা পশ্চিম থানার নেতৃবৃন্দ, গাজীপুর মহানগর সদস্য সচিব শফিকুল ইসলাম শান্ত, মোঃ আশরাফুল ইসলাম গাজীপুর মহানগর দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা চালক দল, টঙ্গী পূর্ব থানা আহ্বায়ক সামীম ইকবালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এই নতুন কমিটি শুধু একটি সাংগঠনিক রূপ নয়, এটি হচ্ছে সংগ্রামের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে সিএনজি চালকদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর।
এই কমিটির হাত ধরেই তুরাগ থানায় জাতীয়তাবাদী শক্তির ভিত্তি আরও দৃঢ় হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে চালক সমাজের অংশগ্রহণ আরো গতিশীল হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা চালক দল দৃঢ়ভাবে বিশ্বাস করে। শ্রমজীবী মানুষই জাতির প্রকৃত চালিকা শক্তি। তাদের অধিকার প্রতিষ্ঠাই হবে আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শক্তিশালী হাতিয়ার।
সিএনজি অটোরিকশা চালক জনতা, গড়ে তুলো একতা!
শহীদ জিয়ার জনতা, গড়ে তুলো একতা!
বেগম খালেদা জিয়ার জনতা, গড়ে তুলো একতা!
জনাব তারেক জিয়ার জনতা, গড়ে তুলো একতা!