নাদিম হাসান শিশির, আশুলিয়া থেকেঃ
ঈদুল আযহা উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আশুলিয়ায়
অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পরিবহনের কাউন্টারে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য সর্তক করা হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুরে আশুলিয়ার বাইপাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
এসময় বাইপাইল এলাকায় মিষ্টির দোকান, রেষ্টুরেন্ট , মাছ বাজার, মুদি দোকান ও ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। সেসময় মোট পাঁচটি দোকানে বিভিন্ন কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে বাইপাইল বাসস্ট্যান্ডে বিভিন্ন বাস কাউন্টারে পরিদর্শন করে কাউন্টার মাস্টারদের অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য সর্তক করা হয়েছে।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার বলেন, আমরা ঢাকা জেলা কার্যালয় ও ঢাকা জেলা বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে আশুলিয়ার একটি অভিযান পরিচালনা করেছি। বিভিন্ন ধরণের প্রতিষ্ঠান রেষ্টুরেন্ট, মিষ্টির দোকান, ফল ব্যবসায়ী, মুদি দোকানসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।
আমরা এখানে সবাইকে সর্তক করেছি। একই সাথে লিফলেট বিতরণ করে সবাইকে সচেতন করা হয়েছে। ভোক্তা অধিকার আইনের প্রচারের স্বার্থে এই লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।