আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধিঃ
মণিরামপুর পৌরশহরের দূর্গাপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে সিয়াম আহম্মেদ(১৭) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।সিয়াম আহম্মেদ মণিরামপুর দূর্গাপুর গ্রামের মোঃ মাহাবুর রহমানের ছেলে।
১৩ই মে সন্ধা ৭টার পরপরই মৃতের বাড়ি দূর্গাপুর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সিয়ামের মৃতদেহ উদ্ধার করে মণিরামপুর থানা পুলিশ।
পারবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে সিয়াম এমনই দাবি তার পরিবারের। এদিকে তরতাজা যুবক ১৭ বছর বয়সী সিয়ামের মৃত্যুতে নানা গুঞ্জন ও শোকের ছায়া নেমে এসেছে।কেউ কেউ বলছে প্রেমঘটিত কোন এক বেপারে কলহ বাধায় সিয়াম মৃত্যুর পথ বেঁচে নিয়েছে।
এ ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিলো এবং মণিরামপুর থানা পুলিশের আইনি প্রক্রিয়া চলমান ছিলো।