মোহাম্মদ হানিফ, দৈনিক প্রভাতী বাংলাদেশ
সংবাদ- ফেনীতে ভেজাল বিরোধী অভিযানে এশিয়া সুপার শপকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম এ জরিমানা করে।
সুত্রে জানা গেছে শহীদ শহীদুল্লাহ কায়সার সডকে ভেজাল বিরোধী অভিযানে বের হন।এ সময় এশিয়া বাজার সুপার শপে গিয়ে দেখা গেছে, পন্যের গায়ে অনুমোদন হীন মোডক ব্যবহার,আমদনী করকের মোডক বিহীন ইচ্ছে মতো মোডক ব্যবহার করা ও ইচ্ছে মতো মুল্য বসানোর অপরাধে প্রতিষ্টান ম্যানেজারকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম জানান,ঈদুল আযহাকে সামনে রেখে অসধু ব্যবসাশীরা সক্রিয় রয়েছে,ভেজাল নিয়ন্ত্রণ ভোক্তা অধিকার নিশ্চিত করতে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।