1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

নবীগঞ্জে মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীদের মানববন্ধন

বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:

হবিগঞ্জের নবীগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মাদকসেবী ও চাঁদাবাজদের হামলা ও দৌরাত্ম্যের প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।মঙ্গলবার দুপুরে শহরের শহীদ আজমত চত্বর এলাকায় নবীগঞ্জ বাজার চৌমুহনী ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়- গত ৬ মে মঙ্গলবার নবীগঞ্জ শহরের বিশ্বজিত দাশের ব্যবসা প্রতিষ্ঠান ভাই ভাই এন্টারপ্রাইজে আলমগীর মিয়া নামে এক মাদকসেবী হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর করে ও কর্ণ দাশ নামে এক যুবককে দাড়ালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। গত ১১ মে রবিবার কলা ক্রয়কে কেন্দ্র করে জগিন্দ্র সরকারের দোকানে হামলা ভাংচুর ও লুটপাট করে সুজন মিয়াসহ ৭-৮জন যুবক।

এ ঘটনায় ব্যবসায়ী জগিন্দ্র সরকার গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পর-পর ব্যবসা প্রতিষ্ঠানে মাদকসেবী ও চাঁদাবাজদের হামলা ও দৌরাত্ম্যের প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন নামেন ব্যবসায়ীরা।

মানববন্ধনে ব্যবসায়ী আব্দুল আলীম ইয়াছিনীর সভাপতিত্বে এবং মুহিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাজারের ব্যবসায়ী তৌহিদুল ইসলাম চৌধুরী, জায়নাল আবেদীন, অরবিন্দু রায়, মাওলানা শোয়েব আহমদ, অলিউর রহমান অলি, ওয়াহিদুজ্জামান জুয়েল, সৈয়দ জাহির আলী, বাবুল দেব, জাকির হোসেন, সুমন চন্দ্র দাশ, রাজু আহমেদ চৌধুরী, মরিন্দ্র সরকার, মদন শীল, উৎপল দাশ, মুমিন চৌধুরী, শামীম চৌধুরী, রনঞ্জিত ভট্টাচার্য্য,হিমাংশু শেখর ভজন, কায়েদ মিয়া, প্রনয় কুমার দাশ, শান্ত পৌরকায়স্ত, বিশ্বজিৎ দাশ, ছাত্রদল নেতা সোগাহ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদকসেবী ও চাঁদাবাজদের কারণে ব্যবসা পরিচালনায় নানাভাবে বিঘ্ন ঘটছে। তারা দ্রুত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন চলাকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন উপস্থিত হয়ে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ওসির আশ্বাসের প্রেক্ষিতে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ব্যবসায়ীরা পুনরায় দোকানপাট খুলে দেন। এ সময় ব্যবসায়ীরা প্রশাসনের প্রতি আস্থা রেখে তাদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট