আদিলুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০২৪-২৫ অর্থ বছরের তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় "তেল নিষ্কাশন যন্ত্রের ব্যবহার প্রদর্শন" বিষয়ে কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ (খামারবাড়ি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোছাঃ নাছরিন আক্তার বানু।
গফরগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নাম্মীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা বীজ প্রত্যয়ন অফিসার রহিমা খাতুন।
এসময় মনিটরিং অফিসার খাইরুল আমিন শোয়াব, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ঘাগড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, স্থানীয় শতাধিক কৃষক- কৃষাণি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।