বিশেষ প্রতিবেদন:
সিলেট জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের দিক নির্দেশনায় এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল এর নেতৃত্বে এসআই(নিঃ) রাজীব রহমান, এসআই(নিঃ) মোঃ শাহ আলম, এসআই(নিঃ) সোহাগ চৌধুরী, এএসআই(নিঃ) রাসেল মিয়া, এএসআই(নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কানাইঘাট থানাধীন লোভাছড়া চা বাগানের বাগানঘাটে অভিযান পরিচালনা করে চাঁদাবাজ
১। আব্দুল্লাহ (২২), পিতা-আব্দুল কাহার, সাং-গাবুরগাঁও, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, ২। মোঃ সাইফ (২২), পিতা-মৃত আবুল হোসেন, সাং-দুয়ারিমাটি, ৩। তায়েফ উদ্দিন (৫৫), পিতা-ফরমান আলী, সাং-ডাউকেরগুল, উভয় থানা-কানাইঘাট, জেলা-সিলেটদেরকে আটক করা হয় এবং উক্ত সময় তাহাদের সহযোগী অপরাপর চাঁদাবাজগন পালিয়ে যায়।
এই সংক্রান্তে কানাইঘাট থানার মামলা নং-০৩, তারিখ-১২/০৫/২০২৫ইং, ধারা-৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড রুজু করতঃ মামলার তদন্তভার এসআই(নিঃ) মোঃ শাহ আলম এর নামে অর্পন করা হয়েছে। উক্ত আসামীদেরকে অদ্য ১৩/০৫/২০২৫ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।