লেখক : এম এ সাকিব খন্দকার
আহলে সুন্নাত, রাসূলের প্রেমে বিভোর,
সুন্নাহ ও সাওলাত, হৃদয়ে করে সঞ্চার।
সালাম, মিলাদ, ওলীর দরবারে শ্রদ্ধা,
এই পথেই খুঁজে পাই শান্তির প্রতিধ্বনি।
গুলাবি ওহাবী, মুখে করে জিকির,
কিন্তু অন্তরে লুকায় বিদ্বেষের ছায়া।
ওলী-আউলিয়ার প্রতি তাদের অবজ্ঞা,
সুন্নতের নামে ছড়ায় বিভ্রান্তির বাণী।
আমরা মানি ইমাম আহমদ রেজার শিক্ষা,
সুন্নী আকীদা, সঠিক পথের দিশা।
তারা অস্বীকার করে নবীর মর্যাদা,
তাদের পথ থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়।
আহলে সুন্নাতের পথে আছে প্রেম ও ভক্তি,
ওহাবীদের পথে শুধু বিতর্ক ও শূন্যতা।
আমরা চাই শান্তি, ভালোবাসার আলো,
তাদের পথ শুধু বিভ্রান্তির ছায়া।
তাই বলি, প্রিয় ভাই, চিনে নাও পথ,
আহলে সুন্নাতের প্রেমে খুঁজে পাও সত্য।
ওহাবীদের ফাঁদে পা দিও না কখনো,
সুন্নতের আলোয় জীবন করো আলোকিত।