মিনারুল ইসলামঃ
আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে কৃষিকে বাণিজ্যিক করণের লক্ষ্যে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন এন্টাপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েশন ইন বাংলাদেশ(পার্টনার) প্রোগ্রামের আওতায় “পাটনার ফিল্প কংগ্রেস ” অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৩ মে উপজেলা অডিটরিয়ামে শতাধিক কৃষকের উপস্থিতিতে এসময় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেবুনিয়া হর্টিকালচারের উপ-পরিচালক লুৎফর রহমান, জেলা প্রশিক্ষক সাইদুল ইসলাম, উপ-পরিচালক (শস্য) রোকনুজ্জামান।
সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন আলম প্রমুখ। এ সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক উপস্থিত ছিলেন।
(মোঃ মিনারুল ইসলাম)
ভ্রাম্যমান প্রতিনিধি
পাবনা জেলা
মোবাইল ঃ ০১৫২১-৪২৩৩৭৪
তারিখ ঃ ১৩/০৫/২০২৫ ইং