মোঃ নাজিম মিয়া,স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার, ১২ মে ২০২৫: মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন ও বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন), সিলেট এর যৌথ উদ্যোগে পরিচালিত এক বিশেষ অভিযানে তিনটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম পাওয়ায় মোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ মে) দিনব্যাপী পৃথক সময়ে পরিচালিত এ অভিযানে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ লঙ্ঘনের দায়ে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ফিলিং স্টেশনগুলো হলো:
1. মেসার্স রহমান এন্টারপ্রাইজ সিএনজি এন্ড ফুয়েল ফিলিং স্টেশন, শ্রীমঙ্গল রোড, মৌলভীবাজার সদর
2. এম এফ ফিলিং স্টেশন, শমশেরনগর রোড, মাতারকাপন, মৌলভীবাজার সদর
3. সোহেল বেগ ফিলিং স্টেশন, শমশেরনগর রোড, মৌলভীবাজার সদর
এ বিষয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “অভিযানে জ্বালানি তেল বিক্রিতে পরিমাপে অনিয়ম ধরা পড়ায় আইনানুযায়ী জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও যদি এ ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।