সাকিল আল ফারুকী
নরসিংদী প্রেসক্লাব থেকে বহিষ্কৃতদের নিয়ে নিউজ করায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামল বাবাকে খুজে না পেয়ে ছেলেকে পিটিয়ে গুরুতর জখম।
গত ৮’ মে ২০২৫, “জাতীয় দৈনিক চৌকস পত্রিকায় নরসিংদী প্রেসক্লাব থেকে বহিষ্কার আউয়াল ও সজল” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
উক্ত প্রতিবেদনে নরসিংদী প্রেসক্লাবের বহিষ্কৃত সদস্য আউয়াল মিয়া ও সজলের নাম উঠে আসে। সংবাদটি প্রকাশের পর থেকেই জেলা প্রতিনিধি তালাত মাহমুদের উপর নানা ধরনের হুমকি ও হয়রানি শুরু হয়।
প্রতিবেদক তালাত মাহমুদ অভিযোগ করে বলেন, সংবাদ প্রকাশের পরদিন ৯ মে ২০২৫, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে বহিষ্কৃত আউয়াল মিয়ার ছেলে খায়রুল মিয়া মোবাইল ফোনে কল দিয়ে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং মামলা-মোকদ্দমার ভয় দেখায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে খায়রুলের পিতা আউয়াল মিয়াকে জানানো হলে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানান।
তবে ওই রাতেই খায়রুল মিয়া অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীসহ তালাত মাহমুদের বাড়িতে গিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। তারা বসতঘরে প্রবেশ করে লুটপাট, ভাঙচুর ও তাণ্ডব চালায়। প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ লুটে নেয়। এ সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকলেও তালাত মাহমুদের পুত্র মনির হোসেন (৩০) বাড়িতে ছিলেন। হামলাকারীরা তাকেও রেহাই দেয়নি। মনিরকে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে।
মনির হোসেনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত মনিরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় তালাত মাহমুদ স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।