মোহাম্মদ হানিফ,দৈনিক প্রভাতী বাংলাদেশ
সংবাদ- ফেনী সদর উপজেলা ১০ নং ছনুয়া ইউনিয়নের টঙ্গীর পাডা এলাকায় কালিদাস পাহালিয়া নদীর মাঝামাঝি ফিক্সড নাইলন জাল বসিয়ে অবৈধ ভাবে মাছের গতিপথ ও অবাধ চলাচল বন্ধ করে জনসাধারণের স্বর্থকে এককভাবে ভোগ করার অপপ্রয়াসের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের স্বীকারোক্তি ভিত্তিতে চারজনের প্রত্যেককে দন্ডবিধি,১৮৬০ অনুযায়ী ( তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও একজনকে ১০০০/টাকা ও বাকি তিনজনকে ৫০০টাকা করে জরিমানা করা হয়।
দন্ডপ্রাপ্তদের নাম ঠিকানা আবুল হোসেন প্রকাশ কালা মিয়া ৪৬,পিতা দেলোয়ার হোসেন টঙ্গীরপাড়,ছনুয়া, ৩ মাসের কারাদন্ড ও ১০০০টাকা জরিমানা।
আবদুল জব্বার ৪৫,পিতা আবদুল ছাত্তার,নাজিরপুর, কোর্মাকন্দা,নেত্রকোনা, ৩ মাসের কারাদন্ড ও ৫০০টাকা জরিমানা।
আল আমিন ৩০,পিতা আবদুর রশিদ, নাজিরপুর,কোর্মাকান্দা,নেত্রকোনা,৩ মাসের কারাদন্ড ও ৫০০টাকা জরিমানা।মোহাম্মদ সবুজ মিয়া ৫০, পিতা আবদুল সোবহান,নাজিরপুর,কোর্মাকান্দা,নেত্রকোনা, ৩ মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে জালগুলো অবৈধ হওয়ায় আগুনে পুডিয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব উজ্জ্বল বনিক,বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরাসহ স্হনীয় লোকজন উপস্থিত ছিলেন।