বিশেষ প্রতিবেদন
অদ্য ১২/০৫/২৫ ইং তারিখ সকাল অনুমান ৮.৩০ ঘটিকার সময় রজব আলী (৪০), পিতা- রহমত উল্লাহ ,সাং- বরবন হাওর, ইউপি- মধ্য জাফলং , থানা- গোয়াইনঘাট , জেলা-সিলেট। গোয়াইনঘাট থানাধীন ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন এর অন্তর্গত নয়াবস্তি সাকিনের দক্ষিণ দিকে জাফলং পিয়াইন নদীর মাঝখানে বারকি নৌকা নিয়ে নদীতে ডুব দিয়ে বালু উত্তোলন করতে গিয়ে বোমা মেশিনের বালুর গর্তের পড়ে যায়। পরবর্তী দীর্ঘদিন সময় ভিকটিম রজব আলী পানির নিচ থেকে ভেসে না উঠায় আশ পাশে থাকা আরও বারকি শ্রমিক সহ স্থানীয় লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে অনুমান সকাল ১০.৫০ ঘটিকায় সময় ভিকটিম রজব আলীর মৃতদেহ পানি নিচ থেকে উঠিয়ে ভিকটিমের নিজ বাড়িতে নিয়ে যায়।
উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।