মোঃ নাজিম মিয়া,স্টাফ রিপোর্টার:
কমলগঞ্জ (মৌলভীবাজার): আসন্ন এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কমলগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ফাইল বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কমলগঞ্জ উপজেলা শাখা।
শনিবার (১২ তারিখ ) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব তারেক মনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলার সভাপতি জনাব নিজাম উদ্দিন এবং জেলা অর্থ সম্পাদক জনাব তোফাজ্জল হুসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের স্থানীয় দায়িত্বশীলবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতা কামনা করেন এবং ইসলামি আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন গঠনের আহ্বান জানান।
দোয়া মাহফিলে পরীক্ষার্থীদের উত্তীর্ণ ও সফলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।