1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

সুনামগঞ্জে জুলাই-আগষ্টে ছাত্র সমর্থনকারী নুরুল আটক, মুক্তির দাবী ছাত্র সমাজের 

কে এম শহীদুল, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

কে এম শহীদুল, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

সুনামগঞ্জে জুলাই-আগষ্ট মামলার এজাহারে আ-লীগের নেতাকর্মীদের সাথে ছাত্র সমর্থনকারী নুরুল ইসলামকে আটক করা হয়েছে। জানা যায় অনেক সাধারণ মানুষ যারা কখনোই আ-লীগের করেন নাই তাদের নামও এজাহারে ডুকিয়ে দেওয়া হয়েছে। যার খবর মামলার বাদীও জানেন না। গত ৯মে শুক্রবার রাত ৮টার দিকে শহরের হাছন নগর মেডিকেল পয়েন্টের বাসিন্দা জুলাই আগষ্টের আন্দোলনের ছাত্র সমর্থনকারী নুরুল ইসলাম (নুরুল)কে মেডিকেল পয়েন্ট থেকে ৪আগষ্ট ছাত্রদের আন্দোলনে হামলার ঘটনায় ৯৯জনের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, সেই মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। জানা যায় অনেকেই ঐ মামলাকে ইস্যু করে মামলায় অর্থ বাণিজ্য করেছেন ? এমন গুঞ্জন ও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। পুর্ব শত্রুতার জেরে অনেক সাধারণ মানুষকে আসামীর তালিকায় ডুকিয়ে দিয়েছে একটি স্বার্থান্বেষী মহল। তারই ধারাবাহিকতায় এবার ফেঁসে গেলেন ছাত্র সমর্থনকারী নুরুল? যিনি ৪আগষ্ট ছাত্রদের সমর্থনে তার নিজ এলাকা থেকে তার নেতৃত্বে ছাত্র সমর্থনে বিশাল একটি মিছিল নিয়ে ছাত্রদের আন্দোলনে একাত্মতা পোষন করেছিলেন এবং ৫আগষ্ট হাসিনা সরকারের পতনে বিজয় মিছিলে অংশ নেন। সেই নুরুল কি ভাবে আ-লীগ নেতা হয়ে গেল সেই প্রশ্ন অনেকের? যার কোন উত্তর এখনো পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায় নুরুল কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়? সে কোন দলের সদস্য না। তাই তাকে আ-লীগ নেতাদের সাথে মামলায় জড়ানো মেনে নিতে পারছেন অনেকেই। জানা যায় জুলাই আগষ্টের আন্দোলনকে কেন্দ্র করে অনেককে আসামী করার হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকার বাণিজ্য করেছে একটি মহল। এমনটির তথ্য ও প্রকাশ পায় পত্র পত্রিকায়। সুনামগঞ্জের রাজনীতিবিদদের একাংশ এই বানিজ্যের সাথে জড়িত রয়েছেন এমনটিও জানা যায় মামলার বাদীর কাছ থেকে।

মামলার বাদী নিজেও জানেন না কাদের আসামি করা হয়েছে? এরকম সাধারণ মানুষকে মামলায় অন্তর্ভুক্ত করে মামলার গ্রহণযোগ্যতাই প্রশ্নবিদ্ধ করেছে জুলাই-আগষ্ট বিরোধী শক্তি এমনটিও জানান অনেকেই।

জুলাই আগষ্টে ছাত্রদের আন্দোলনে সুনামগঞ্জ হামলার শিকার হয়েছেন অনেক ছাত্ররা। এসময় আহত ছাত্রদের অনেককে চিকিৎসা করতে সহযোগিতায় করেছিল নুরুল। তাকে গ্রেফতার করা হয়েছে শুনে উক্ত মামলার বাদীপক্ষ স্বয়ং নিজে থানায় উপস্থিত হয়ে বলেছেন “নুরুল ইসলাম নুরুল আমাদেরকে আন্দোলনের সময় হসপিটালে প্রাথমিক চিকিৎসায় সাহায্য করেছেন।” অথচ তাকে গ্রেফতার করা হয়েছে। নুরুল কোনও প্রকার রাজনীতির সাথে জড়িত নন। আমরা দ্রুত অনতিবিলম্বে নুরুল ইসলাম নুরুল এর নিঃশর্ত জামিন চাই। অন্যথায় রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। এমনটি লিখে ফেইসবুক পেইজে অনেক ছাত্র সমর্থকরা জানান দিচ্ছেন তাদের ফেইসবুকের প্রোফাইলের মাধ্যমে।

একধীক কলেজ পড়ুয়া জুলাই আগষ্টের আন্দোলনের সাথে জড়িত অনেকের সাথে আলাপ করে জানা যায়। তারা বলেন নুরুল একজন পরোপকারী মানুষ। কেউ সাহায্যের জন্য গেলে তিনি ফিরিয়ে দেন না। সদর হাসপাতালে যদি কোন অসহায় রুগী বড় ধরনের জটিল চিকিৎসার জন্য আসে তাদের উন্নত চিকিৎসার জন্য সাহায্য সহযোগিতা করেন নুরুল। যেকোনও ধরনের বিপদে আপদে তাকে সাধারণ মানুষের পাশে পাওয়া যায়। এমন একজন জনকল্যাণ অরাজনৈতিক মানুষকে আওয়ামীলীগের নেতাদের সাথে মামলায় গ্রেফতার করা মেনে নিতে পারছেন না ছাত্রজনতা-সহ বিএনপির অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষেররা‌ । উল্লেখ্য গত ৯মে ২০২৫ইং তারিখ রোজ শুক্রবার রাত ৮টার দিকে নুরুলকে সুনামগঞ্জ সদর হাসপাতাল সংলগ্ন মেডিকেল পয়েন্ট থেকে গ্রেফতার করেন সদর থানা পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তাকে গ্রেফতার করা হয়েছে এমন খবর পেয়ে ছাত্র সমন্বয়কসহ বিএনপি অনেক নেতাকর্মী থানায় ছুটে যান এবং সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালামকে রিকোয়েস্ট করেন তাকে ছেড়ে দিতে। জুলাই আগষ্টের ছাত্রদের দায়ের করা মামলার এজাহারে তার নাম উল্লেখ থাকায় আদালতে প্রেরণ করতে বাধ্য হন পুলিশ। পরে থাকে আদালতে র মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বর্তমান ন নুরুল জেল হাজতে রয়েছেন। আদালত তাকে জামিনে মুক্তি দিবেন এমনটাই প্রত্যাশা সাধারণ ছাত্র জনতার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট