1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের মৃ,ত্যু,তে মির্জা ফখরুলের শোক

বিশেষ প্রতিবেদন 
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন 

বরগুনা জেলার বামনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বামনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ এনায়েত কবির হাওলাদারে মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন তিনি।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মরহুম মুহাম্মদ এনায়েত কবির হাওলাদার বরগুনা জেলার বামনা উপজেলা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বিএনপি’র স্থানীয় নেতাকর্মীদের নিকট অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট