মোহাম্মদ হানিফ, দৈনিক প্রভাতী বাংলাদেশ
সংবাদ- ফেনী জেলা ডিবি পুলিশ কর্তৃক ১৩০০ ( এক হাজার তিনশত পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।পুলিশ সুত্রে জানা যায়, ফেনী জেলা ডিবির একটি বিশেষ অভিযানিক দল এসআই (নি:) মোহাম্মদ শহিদুল ইসলাম, এস আই( নি:) মোহাম্মদ রেজোয়ানুল ইসলাম, এএসআই ( নি:)মোহাম্মদ শরিফুল ইসলাম, এএসআই (ন:) মোহাম্মদ শাহাদাত হোসেন, এএসআই(নি:আবদুস কং/২৫৫ মো: দেলওয়ার হোসেন ক/৩২১ তাপস চন্দ্র সুর গন বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত থাকাকালে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা সিএনজিতে করে মহিপাল হতে নোয়াখালীর দিকে যাবার বিষয়ে গোপন সুত্রে সংবাদ পান।উক্ত ডিবি পুলিশ দল গোপন সংবাদেরনসতয়তস যাচাই, মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার জন্য ফেনী সদর মডেল থানাধীন ২নং পাঁচগাছিয়া ইউপস্হিত তেমুহনি নামক স্হানের কাজী বাডির উত্তর পাশে ফেনী হতে নোয়াখালী সডকে এস আই শহিদুল ইসলাম পুলিশের দল। নেতৃত্ব আকস্মিক চেকপোস্ট বসান।
ডিবি পুলিশের দল সন্দেহজনক একটি সিএনজি থামানোর জন্য ূহসংকেত দিলে সিএনজি চালক ২জন আরোহি দের নিয়ে দ্রুত গতিতে চালিয়া পালিয়ে যায়।ডিবি পুলিশের দল পালায়মান সিএনজিটি সহ উক্ত গাডির চালক মোহাম্মদ সাইফুল ইসলাম ৩৬ পিতা - মো: নুহুল আমিন,মাতা - নুরুন্নাহার। সাং দমদমা( নতুন বাডী)ওয়াড নং- ১ ইউপি ১০ন: ছনুয়া, থানা ও জেলা - ফেনী।এবং দুইজন আবু ছায়েদ ৩০ পিতা - হাজুলম ইসলাম বারী, মাতা- মোছ: জাহনারা বেগম,সাংকূলসুম বাগ( রাধা বিডি) পোস্ট মাঝির হাট ওয়াড নং৫ ওয়ার্ড,থানা চরফ্যশন,জেলা - ভোলা। বর্তমান ঠিকানা- গ্রাম - থানা পাডা,পশ্চিম চাগলনাইয়া।পশ্চিম ছাগলনাইয়া থানা ছাগলনাইয়া, জেলা সদর জেলা -(:ওরফে হ্রদয় ২০) পিতা মোহাম্মদ সেলিম।মাতা মৃত- কানুজ বেগম,সাং বয়ারচর, থানা রামগতি,জেলা - লক্ষীপুদের আটক করা হয়।সিএনজি পিছনের সিটে বসা আরোহী আবু ছায়েদ এবং হ্রদয়দের সন্দেহ জনক আছরন দেখে তাদেরকে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীর একপর্যায়ে আবস্হায় আবু ছায়েদ একটি বাজারের ব্যাগের ভিতর হতে খকি রং মিশানো এর কসটেপ মোডানো ৩ কেজি ওজনের
১ পোটলা গাঁজা এবং আকবর হ্রদয় একটি ব্স্তার ভিতর হতে খাকি রং এর কসটেপ মোডনো ৩ কেজি ওজনের ২ পোটলা গাঁজা বের করেন দেন।।ডিবি পুলিশ জিজ্ঞেস করলে তাদের নাম ও ঠিকানা কাছে প্রকাশ করে।তাঁদেরকে ক্রস জিজ্ঞেস করলে ঘটনা প্রকাশ পায়।যে আবু ছাহেদ, আকবর ওরফে হ্রদয় ফেনী জেলা জেলার ছাগলনাইয়া হতে উক্ত গাঁজা মাদক পাইকারী দামে ক্রয় করে অধিক মুল্যে নোয়াখালী জেলায় বিক্রয় করেন।গাজা বিক্রয়ের উদ্দেশ্য তাদের হেফাজতে রেখে ও সিএনজিতে বহন করে মাদক আইনে অপরাধ করায় তাদের বিরুদ্ধে এস আই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।ডিবি পুলিশের অভিযান অব্যাহত আছে জানিয়েছেন ওসি মর্ম সিংহ ত্রিপুরা।