1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদা*বাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভি*যোগে গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার: শুদ্ধি অভি+যানে বিএনপি ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা গাজীপুর মহানগরের বিএনপি’র ৪ নেতাকে বহিষ্কার গাজীপুর মহানগরের বিএনপি’র ৪নেতাকে বহিষ্কার চলতি মৌসুমে দেশের সর্বোত্তম আমের বাজার নওগাঁ সাপাহারে ইতিমধ্যে আম ক্রেতাএকটু বেড়েছ সাপাহার বাজারে আম বিক্রেতা তুলনামূলক একটু কমেছে। নাশ*কতা মা*মলা*য় গ্রেফ*তার যুবলীগ নেতা আবু সুফিয়ান বাদশা পরশুরামে মিশন হেল্প ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ নলছিটিতে সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা, মামলায় ১০ দিন পার হলেও গ্রেফতার হয়নি কেউ মহিপালে সেনাবাহিনীর যৌথ অভি*যানে ১০৫ লিটার বাংলা ম*দ উ*দ্ধার ও একজন গ্রেফ*তার।

ফরিদপুরে প্রবাসীর পত্নী পরকীয়ার টানে শিশু সন্তান রেখে স্বর্নলংকার নিয়ে প্রেমিকের সাথে নিরুদ্দেশ 

সেক মোহাম্মদ আফজাল, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

সেক মোহাম্মদ আফজাল, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের নিখুরদী গ্রামের প্রবাসী আরশাদ চোকদারের স্ত্রী, প্রবাসী স্বামী এবং চার বছরের কন্যা শিশু আফিয়া আক্তার কে রেখে পাঁচভরি স্বর্ণ অলংকার ও নগদ ৯৫ হাজার টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন শিউলি। শিশু আফিয়ার দেওয়া তথ্যমতে শিউলির খালাতো ভাই মোঃ করিমের সহিত চলে গেছেন। ২০ ফেব্রুয়ারি-২৫ তারিখ এ ব্যাপারে শিউলির স্বামী বলেন- বর্তমান আমি অসহায় ভাবে মানবতার জীবন যাপন করছি এই চার বছরের বাচ্চা রেখে আমি কোন কাজকর্ম করতে পারছি না আফিয়া শুধু ওর মায়ের জন্য কান্নাকাটি করে রাত দিন ভর। এহেন দশা থেকে মুক্তি চান বলে জানান। তিনি আরো বলেন আমি দীর্ঘ আট বছর প্রবাসে ছিলাম আমার স্ত্রী ও কন্যার জন্য অনেক স্বর্ণ অলংকার বানিয়েছি শিউলি সব স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে এ সময় আরশাদ চোকদার বলেন প্রতিদিনের ন্যায় আমি কাজে যাই হঠাৎ করে আমার স্ত্রী সন্তানকে না পেয়ে আমার বাচ্চা যে মাদ্রাসায় লেখাপড়া করে আমি সেখানে খোঁজখবর নিয়ে পাইনি। পরবর্তীতে আমার নিকট আত্মীয়-স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও না পেয়ে আমার শ্বশুর গফুর শেখের সহিত যোগাযোগ করা হলে আমার শশুর আমাকে বলেন একটু অপেক্ষা করো আমি এর একটা সমাধান দিচ্ছি, কিন্তু আজ দেই কালকেই করে কোন সমাধান দেয়নি। উল্লেখ থাকে যে, আমার কন্যা সন্তানকে আমার স্ত্রী আমার বাড়ি থেকে স্বর্ণ ও টাকা চুরি করে নিয়ে যাওয়ার প্রায় ১৫ থেকে ২০ দিন পরে আমার কন্যা যে মাদ্রাসায় পড়াশোনা করত সেখানে মেয়েকে বলে তুমি এখানে একটু বসো আমি কিছুক্ষণ পরে বাড়িতে নিয়ে যাব তোমাকে এ কথা বলে আমার চার বছরের কন্যা আফিয়াকে মাদ্রাসার সামনে রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে প্রবাসী আরশাদ চোকদারের তথ্যের ভিত্তিতে দিতে পশ্চিম গঙ্গা বড়দি শিউলির ঘটনা সম্পর্কে জানতে গেলে গফুর শেখকে বাড়িতে পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠো ফোনে গফুরের সাথে যোগাযোগ করা হলে তার মেয়েকে সে নিজেই অস্বীকার করে এক পর্যায়ে মেয়ের অতিষ্ঠতার কথা বলেন- ইতিপূর্বে বেশ কয়েকবার জামাই বাড়ি থেকে আমার মেয়ে শিউলি পালিয়ে গেছে। পরবর্তীতে আমি অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে বুঝিয়ে জামাই বাড়িতে দিয়ে এসেছি। ও আমার মান সম্মান সব নষ্ট করে ধূলিসাৎ করে দিয়েছে এমন মেয়েকে আমি পরিচয় দিতে চাই না আমি সুন্দর একটি আত্মীয়তা দেখে আত্মীয়তা করেছিলাম ওর ওখানে কোন কিছুর অভাব ছিল না ও নিজেই ওর সুখের ঘর একটি চার বছরের আমার নাতিকে রেখে যে ধরনের রং তামাশা করছে এটা খুব লজ্জা জনক বলে সাংবাদিকদের জানান। এ সময় প্রবাসী আরসাদ আক্ষেপের সহিত বলেন আমার স্ত্রী আমাকে পথের ভিখারী বানিয়ে আমাকে ফেলে চলে গেছেন এতে করে একদিকে আমার চার বছরের শিশু কন্যাকে আমার দেখভাল করতে হয় ও সারাদিন রাত ওর মায়ের জন্য কান্নাকাটি করে আমি এ অবস্থায় মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্য কোন কাজকর্ম যেতে পারি না আরেকদিকে আমি একজন রেমিটেন্স যোদ্ধা তিলে তিলে অনেক কষ্ট করে আমার স্ত্রী এবং কন্যা সন্তানের জন্য ৫ ভরি স্বর্ণালঙ্কার বানিয়ে ছিলাম এবং ঘরে রক্ষিত ছিল ৯৫ হাজার টাকা ওসব নিয়ে গেছে আমাকে নিঃস্ব করে ফেলে গেছে। আমি এর একটি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যাতে আমার মত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাইয়েরা কেউ যেন এমন ভুক্তভোগী আর না হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট