দীঘিনালা প্রতিনিধি,
তাং-১১-০৫-২৫ইং খাগড়াছড়ি দীঘিনালায় বিবাহিতা নারীর ধর্ষনের অভিযোগে মোঃ হারুনুর রশিদ (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার(১১মে) দীঘিনালায় থানায় ধর্ষনেরশীকার নারী নিজে বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করেন। ধর্ষনকারী দীঘিনালা মেরুং ইউনিয়নরে বেবছড়ি এলাকার মো: মমতাজ আলী সওদাগর এর ছেলে মোঃ হারুনুর রশিদ।
জানাযায়, ঘটনাটি ঘটে ১০মে সকাল সাড়ে ৯টায় মেরুং ইউনিয়নের বেতছড়ি বিবাহীত নারী পিতার বাড়িতে। বিবাহীত নারী ভাইয়ের বন্ধুহওয়ার সুবাদে মো: হারুনুর রশিদ প্রতিনিয়ত আসা যাওয়া করত এবং পরিচয় হয়।
গত ০৬মে বিবাহীত নারী তার শ^শুর বাড়িতে থাকাকালীন সময় স্বামীর সাথে মনোমালিন্য ও ঝগড়া হওয়ায় পিতার বাড়িতে সংবাদ দিলে ভাই ও তার বন্ধু মো: হারুনু তাহার শ^শুর বাড়ি গিয়ে নিয়ে আসে। মো: হারুনুর রশিদ তার বন্ধু বোনের প্রতি কৃ-দৃষ্টি পরে এবং অশ্লীল অঙ্গভঙ্গি প্রদান করতে থাকে।
গত ১০মে সকাল সাড়ে ৯টায় বিবাহীত নারী বাপের বাড়িতে তার পিতা-মাতা অনুপস্থিতে তাকে ধর্ষন করে। ধর্ষনের ঘটনায় বিবাহিত নারী বাদী হয়ে ১১মে দীঘিনালা থানায় মামলা দায়ের করেছে।
দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) এর ৯(১)ধারায় মামলা রুজু করা হইল। আসমীকে আদালতে প্রেরণ করা হয়েছে।