মোহাম্মদ হানিফ,দৈনিক প্রভাতী বাংলাদেশ
সংবাদ- আজ সকালে ফেনী শহরে মন্দির গেইটে তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশ সফল করার একটি ব্যানার দেখে এগিয়ে কয়েক জন হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে আলাপ কালে, বাবু সুনেল বাডি তার মাষ্টার পাডা। আপনাদের মন্দির গেইটে তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশ সফল করার একটি ব্যানার কেন লাগলেন।তিনি উল্টো আমাকে প্রশ্ন করেন কেন আমরা কি দেশের নাগরিক না।আমরা কি রাজনৈতিক দল করতে পারিনা। একজন মহিলা নাম প্রকাশে অনিহা প্রকাশ করে বলেন বিগত ১৬ বছর আমাদের বুকের উপর জোর করে পাথর বসিয়ে রেখেছিল এখন আমরা সবাই স্বাধীন। বাবু হারাধন বলেন আমাদের মন্দির রের হিন্দু বৌদ্দ ধর্ম সম্প্রদায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই ব্যানার লাগনো হয়েছে এবং আমরা আজ হিন্দু সম্প্রদায়ের লোক চট্টগ্রামে ঐতিহাসিক পলোগ্রাউন্ড তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্টা করার সমাবেশ সফল করার উদ্দেশ্য ফেনী থেকে যাব।