মিলন বৈদ্য, শুভ রাউজান (চট্টগ্রাম):
রাউজান শান্তি পশ্চিম গুজরায় স্বর্গীয় হিমাংশু দেব ও স্বীয় শুধাংশু দেব-র ৯ ও ১০ মে (শুক্র ও শনিবার) দুই দিন পরিবারের পরিবারের সদস্য হয় “বিশ্বশান্তিশ্রী চন্ডী জ্ঞান”।
উত্তেজিত ছিল মঙ্গলপ্রদীপ প্রপালন, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা, মহতী আন্দোলন সভা, মানবজাতি মঙ্গল কামনা বিশ্বশান্তি চন্ডী জ্ঞান এবং অন্নপ্রসাদ।
সভা উদিততা সংঘের নেপথ্যে আশাপাল কর এবং সঞ্চালনার দায়বদ্ধতা স্বপ্ন দেখেছিল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ প্রাবন্ধিক, গ্রন্থকার ও সমীক্ষক সুর্দশন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বিশেষ শিক্ষাবিদ অধ্যক্ষ বিশ্বাস, রাউজান শ্রীশ্রী জন্মাষ্টমী উপজেলা পরিষদের প্রশিক্ষক চন্দন বিশ্বাস, বিখ্যাত কীর্তনশীল রনজিত কর, সিমুল ধর, পরমেশ্বর ধর ও পুলক মজুমদার।
চন্ডীযজ্ঞের পৌরোহিত্য করেন শ্রীশ্রী চন্ডীতী মেধস আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ মহারাজ।
দুই দিন মহতী এই মহতী অনুশীলন সহযোগে রাউজান আশপাশের এলাকা থেকে হাজার ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন। মানসিক ভাবগম্ভীর পরিবেশে শক্তি এই চন্ডী জ্ঞানে ভক্তদের উপস্থিতি ছিল আলোচনা পাঠের মতো।