স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ
১০/০৫/২৫ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্গত উস্তি ইউনিয়নের খিলগাঁও গ্রামে অবৈধভাবে ফিসারী খননের ফলে বাড়ি ও সরকারি রাস্তা ঝুঁকির মুখে পড়েছে। ফিসারী খননের কারণে ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ সরকারের বসতবাড়ির ইটের দেয়ালে ফাটল ধরেছে। একই সঙ্গে গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তা মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খিলগাঁও গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মাসুদ সরকারের বাড়ির পূর্ব ও দক্ষিণ পাশ ঘেঁষে খনন করা ফিসারীর কারণে প্রায় ৬০০ মিটার দীর্ঘ সরকারি রাস্তা ভেঙে গেছে। আগে যেখানে রাস্তার প্রস্থ ছিল ২৪ ফুট, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ৫ ফুটে। ফলে যানবাহন চলাচল তো বটেই, সাধারণ মানুষের হাঁটাচলাও দুরূহ হয়ে পড়েছে।
এই বিষয়ে মাসুদ সরকার অভিযোগ করে বলেন,“ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে মো. সবুজ মেম্বার, বিপ্লব (পিতা-নুরুল হক), রাসেল মিয়া ও ফয়সাল (পিতা-মৃত মান্নান) আমার বাড়ির পাশ ঘেঁষে জোরপূর্বক ফিসারী খনন করে। এর ফলে আমার বাড়ির ইটের দেওয়ালে ফাটল ধরেছে এবং পুরো বাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।”
তিনি আরও বলেন,“আমার বাড়ির পাশে থাকা সরকারি রাস্তা পর্যন্ত কেটে ফিসারীতে পরিণত করা হয়েছে। আমার বাড়ির একমাত্র চলাচলের রাস্তাও বন্ধ করে দেয়, অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। এখন মানুষের দুর্ভোগ চরমে।”
এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত তদন্তপূর্বক রাস্তা পুনরায় নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত জায়গাগুলো মেরামতের দাবি জানান।
এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করে বলেন,“দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপটে স্থানীয় প্রভাবশালীরা যা খুশি তাই করছে। এই ফিসারী খনন এলাকাবাসীর স্বাভাবিক জীবনকে হুমকির মুখে ফেলেছে। আমরা চাই প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক।”
অভিযোগে আরও জানা গেছে, পূর্বে মাসুদ সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। তিনি বলেন,“ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সবুজ মেম্বার তোতা চেয়ারম্যানের সঙ্গে মিলে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়, এমনকি তিনবার জেল খাটতে হয়েছে।”
এ বিষয়ে অভিযুক্ত সবুজ মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,“ফিসারীর সীমানা নির্ধারণ করা হলে আমি ফিসারীর চারপাশে পাড় বেঁধে দেব।”
এলাকাবাসীর একটাই দাবি—অবৈধভাবে খনন করা ফিসারী তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত পুনরুদ্ধার করা হোক।