মোঃ রাসেল হোসেন কাহালু (বগুড়া)প্রতিনিধি:
বগুড়া জেলা কাহালু উপজেলা মুরইল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। গ্রেফতারকৃত আসামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ।
গত ৯/০৫/২০২৫ তারিখে বিকাল ৫ঃ৩০ মিনিটে কাহালু উপজেলা মুরইল বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আসামী কাহালু উপজেলা মুরইল ইউনিয়নের বাখড়া গ্রামের মোঃ আবু তালেবের পুত্র মো: আলামিন (৫০)।
আলামিন ৫ আগস্ট এরপর থেকে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান এর নির্দেশে এএসআই মোজাম্মেল হক এর বিশেষ অভিযানে আল-আমিনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার বিষয়টা নিশ্চিত করেছেন এএসআই মোজাম্মেল হক।