বিশেষ প্রতিবেদন
দাগনভূঞা থানার এএসআই (নিরস্ত্র) মোঃ আবু হানিফ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ইংরেজি ০৯/০৫/২৫ তারিখ ১২. ৩০ ঘটিকার সময় দাগনভূঞা ফেনী মহাসড়কের ফেনী সদর -দাগনভুইয়া সংযোগস্থল বারাহিগোবিন্দ এলাকা হইতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা ও তল্লাশি করিয়া ০১টি ডাকাতির প্রস্তুতি, ০৪ টি চুরি ও ১০টি মাদক মামলার পলাতক আসামী তাজুল ইসলাম বাপ্পি(৩৫) পিতা আব্দুল মালেক, সাং এনায়েগনগর,থানা দাগনভূঞা জেলা ফেনীকে গ্রেফতার করে। তার নামে মাদক মামালার পৃথক তিনটি সাজা পরোয়ানায় ০৪ বছর সশ্রম কারাদন্ডের ও চুরি মামলায় একটি পরোয়ানা মুলতবি আছে।এ বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ জনাব ওয়াহেদ পারভেজ ও তামিলকারী অফিসার এএসআই আবু হানিফ ঘটনার সত্যতা সহ জানায় মাননীয় পুলিশ সুপার ও সিনিঃ সহকারী পুলিশ সুপার সোনাগাজী সার্কেল মহোদয়ের নির্দেশনা মোতাবেক চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তো আসামিকে গ্রেফতার করা হয়। চলমান অভিযান অব্যাহত থাকবে।