1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

মেহেরপুর মুজিবনগর উপজেলা দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

জেলা প্রতিনিধি মেহেরপুর :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি মেহেরপুর :

মেহেরপুর মুজিবনগর উপজেলা দারিয়াপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দারিয়া পুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।
৯ই মে শুক্রবার বিকাল তিনটার সময় দারিয়াপুর সরকারি কলেজ প্রাঙ্গণ মুজিবনগর উপজেলা দারিয়াপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সদস্য হাজী মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দ্বীনের কার্যক্রম পরিচালনা করেন মোঃ আনারুল ইসলাম ।

দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবু জয়ন্ত কুমার কুণ্ডু বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গনতন্ত্রকে ফিরে এনে ছিলেন ও দেশের নারী শিক্ষার প্রসার ঘটিয়েছেন,সামনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, বর্তমান সরকারের কাছে জাতীয় সংসদ নির্বাচনের দাবি ও তারিখ ঘোষণা করার দাবি জানান। জনগণ কষ্ট পায় তেমন কোন কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান বক্তা মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন বক্তব্য রাখেন তিনি বলেন আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করার অঙ্গীকার করে দলকে সত্যি শালি করতে হবে,তারেক রহমানের হাতেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গনতন্ত্র নিরাপদ।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান,জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য মোঃ ইলিয়াস হোসেন, জেলা বিএনপির সদস্য মোঃ আলমগীর খান ছাতু, জেলা বিএনপির সদস্য মোঃ আনসারুল হক, জেলা বিএনপির সদস্য এ কে এম খায়রুল বাসার, জেলা বিএনপির সদস্য ওমর ফারুক লিটন,জেলা বিএনপির সদস্য মোঃ হাফিজুর রহমান হ্যাপি প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মীর ফারুক হোসেন, জেলা বিএনপির সদস্য মোছাঃ রোমানা আহম্মেদ। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু,জেলা জাসাসের সদস্য সচিব বাকা-বিল্লাহ, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট মাহমুদুল হাসান মিলন,মোঃ রাকিবুল হাসান রিপনজেলা যুবদলের সহ-সভাপতি মোশারফ হোসেন তপু, এস এ খান শিল্টু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফিরোজুর রহমান ফিরোজ,জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এম এ সাঈদ, আশরাফপুর ওয়ার্ড বিএনপির সভাপতি জামিরুল ইসলাম,বিএনপি নেতা কবির, ইলিয়াস হোসেন,মোশিউল আলম দ্বীপু, সাবেক প্রোভিপি সৌরভ হোসেন সহ মুজিবনগর উপজেলা বিএনপির নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয় ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা,দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়, অতিথিদের বরণ শেষে জাতীয় সংগীতের সুরে তাল মিলিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।সব শেষে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। মোট ভোটার ৪৫৯ টি, ভোট পড়েছে ৪০৩টি,দারিয়াপুর ইউনিয়নের বিএনপির সভাপতি হাফিজুর রহমান ছাতা প্রতীক১৫৭টি ভোট পেয়েছেন, বিনা প্রতিদ্বন্দ্বী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট