মোহাম্মদ হানিফ,দৈনিক প্রভাতি বাংলাদেশ
সংবাদ- ফেনীতে নিষিদ্ধ ছাত্র লীগ নেতাদের ঝটিকা এক মিছল করে। মিছিলের নেতৃত্ব দেন দাগনভুঞা ৫নং ওয়ার্ড দক্ষিন অলিপুর রজব আলি মিস্ত্রি বাডির একরাম মাহমুদ, পিতা – আজিজুল হক। একরাম মাহমুদ ৪/৫ আগষ্টের ছাত্র আন্দোলনের মিছিলে হামলা কারী।৫ই আগষ্টে ছাত্র লীগের হামলার অন্যতম একজন হলো একজন একরাম মাহমুদ। এবং সরাসরি ছাত্র জনতা উপর হামলা চালিয় হত্যাকারীদের এক জন।ফেনীর পুলিশ কেন বা কাদের ইশাশার স্বৈরাচার সরকারের হত্যাকারীদের এখন ও গ্রেফতার করছেনা ফেনীর সাধারণ মানুষের মনে খোব জন্ম নিচেছ।এ ব্যাপারে বি এন পির এক নেতার সঙ্গে আলাপ কালে বলেন ফেনীর পুলিশ গত তিন চার মাসের মধ্যেই সামান্য কোন ঘটনা ঘটেছে সু অজুহাতে বি এন পির কম পক্ষে ২০ থেকে ৩০ জন নেতা কর্মিকে গ্রেফতার করেছে,অথচ স্বৈরাচার সরকারের খুনিদের গ্রেফতার করছেনা তারা প্রকাশ্য চলাপেরা করছে,মিছিল করছে।ফেনীর জনগণের বুঝতে আর বাকি রহিলনা কারা ফেনীতে নিষিদ্ধ ছাত্র লীগ নেতাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নিচেছ না।কারা স্বৈরাচার সরকারের খুনিদের পুনবাসন করতে চায়? অনতিবিলম্বে এদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এটা ফেনীর জনগণের দাবী।